আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় দিঘীতে বিষ ঢেলে ২০ লাখ টাকার মাছ নিধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৫:৫৬:০৮

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে রাতের আধারে একটি দিঘীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাতে উপজেলার নান্দুয়া গ্রামের কুতুব আলী দিঘীতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মৎস খামারি ইয়াছিন আলী দাবি করছেন।

মৎস্য খামারী উপজেলার পূর্ব সায়পুর গ্রামের ইয়াছিন আলী জানান, নান্দুয়া গ্রামের আহমদ হাসান জুয়েলের কাছ থেকে ৩ বছরের জন্য গত ৬/৭ মাস আগে তিনি দিঘীটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে তিনি খবর পান যে, দিঘীতে মাছ মরে ভেসে উঠছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন দিঘীর তেলাপিয়া, রুই, কাতলাসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ মরে যাচ্ছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। কিন্তু  কে বাবা কারা পূর্ব শত্রুতার জের ধরে দিঘীতে বিষ ঢেলে মাছ নিধন করেছে।

এ বিষয়ে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরা মাছ দেখেছি।

এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান বলেন, ঘটনাটা শোনেছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। তবে মাছগুলো কিভাবে মারা গেছে তা বলা এখন সম্ভব নয়। মাছের ময়নাতদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে, এগুলো কীভাবে মারা গেছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, খবর পেয়ে শাহবাজপুর ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কেউ এব্যাপারে এখনো আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন