আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

তাহিরপুর সীমান্তে ভারতীয় ২০টি গরু আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৬:০২:০৪

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা ভারতীয় ২০টি গরু আটক করেছে সুনামগঞ্জ বিজিবি। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে ট্যাকেরঘাট বিজিবি কম্পানী কমান্ডার সুবেদার আনিসুর রহমানের নেতৃত্বে লাউড়েরগড় বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১২০২/৪ এর উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া নামক স্থান থেকে চোরাই পথে আসা ভারতীয় ২০টি গরু আটক করে।

এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চৌরাচালানীরা পালিয়ে যায় বলে জানায় বিজিবি। যার কারনে টহল দল ভারতীয় গরুর চালান আটক করলেও এর সঙ্গে জড়িত কোন চোরাচালানীদের আকট করতে পারেনি বিজিবি।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাইপথে আসা আটক ভারতীয় ২০টি গরু সুনামগঞ্জ শুল্ক কার্য্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।



সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/এমএআর/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন