Sylhet View 24 PRINT

শাবিতে ‘আজ মুক্তমঞ্চ’র যুগপর্তি উৎসব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৭:০৬:৪১

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘আজ মুক্তমঞ্চ’র একযুগ ফুর্তি উপলক্ষ্যে যুগান্তরের উৎসাহে 'আজ মুক্তমঞ্চ' শিরোনামে দুই দিনব্যাপি উৎসব পালন করে।

এ উপলক্ষ্যে শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনন্দ র‌্যালি, কেক কাটা ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী প্রক্টর মোহাম্মদ সামিউল ইসলাম।

পরে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ মুক্তমঞ্চ ও আজ স্কুলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা রনি এবং পলিটিকাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন।

উৎসবের দ্বিতীয় দিন রবিবার ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।



সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/এমকে/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.