আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৭:৫৯:৫০

মৌলভীবাজার প্রতিনিধি :: বিভিন্ন অসদুপায় অবলম্বন করে ভোক্তাদেরকে ঠকানোর দায়ে মৌলভীবাজার শহরের 'হাট বাজার সুপার শপ' এবং 'মিঠাই বাজার'কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে মৌলভীবাজার মডেল থানা পুলিশকে সাথে নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

কিছু পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে শহরের বাজার মোড়ের হাট বাজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে প্রেসক্লাব মোড়ের মিঠাই বাজারকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় বেরিরপাড়ের আরেকটি ফলের আড়ৎকে তরমুজে রংয়ের কেমিক্যাল মেশানোর দায়ে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, মৌলভীবাজার শহরের হাট বাজার সুপার শপ এবং মিঠাই বাজার কর্তৃপক্ষ ভোক্তাদের সাথে উপরোক্ত অপরাধ আর করবে না এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।



সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/ওএফএন/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন