Sylhet View 24 PRINT

নুসরাত হত্যার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৮:৩৯:০৯

জকিগঞ্জ প্রতিনিধি :: ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে জকিগঞ্জ শহরের এমএ হক চত্বরে মানবন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সোমবার বিকেলের দিকে ‘সর্বস্থরের মানুষ’ ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেয়। প্রতিবাদকারীরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানান।

তাঁরা বলেন, খুন-ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘটনা ঘটার পর কঠিন বিচার না হওয়া বা বিচারে দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা আরও বেপরোয়া উঠছে বলে অভিযোগ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মেম্বার, বনিক সমিতির সদস্য সচিব বেলাল আহমদ, পৌরসভার সাবেক কাউন্সিলর আমাল আহমদ, আল ইসলাহ নেতা নজরুল ইসলাম, ব্যবসায়ী মাসুম আহমদ, ফখরুল ইসলাম, ছাদিক আহমদ, ছাত্রনেতা সুলতান আহমদ, জবরুল ইসলাম চৌধুরী শাকিল, তালামিয কর্মী সিরাজুল ইসলাম, লিমন আহমদ, সুলতান আহমদ, হাসান আহমদ, আব্দুল আলিম, আব্দুল বাসিত, মামুন আহমদ প্রমূখ।



সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/এএইচটি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.