Sylhet View 24 PRINT

অভিযানে মেয়র আরিফ, এঁকে দিলেন সীমারেখা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ২০:২৩:৪৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর কয়েকটি পয়েন্টে যততত্রভাবে সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার দুপুরে এই অভিযানে অটোরিকশা পার্কিংয়ের জন্য সাদা রঙ দিয়ে সীমারেখা এঁকে দেন তিনি।

সিটি করপোরেশনের জনসংযোগ শাখা সিলেটভিউকে জানায়, নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট, সিটি করপোরেশনের সামনের এলাকায় অভিযান চালান আরিফুল হক চৌধুরী। অভিযানে যততত্রভাবে অটোরিকশা পার্কিং করায় চালকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এসময় অটোরিকশা পার্কিংয়ের জন্য সাদা রঙ দিয়ে সীমারেখা এঁকে দেন মেয়র। এই সীমারেখার বাইরে গাড়ি না রাখতে কঠোর নির্দেশ দেন তিনি।

এ প্রসঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যততত্রভাবে গাড়ি পার্কিং যানজটের কারণ। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভোগান্তি পোহান পথচারীরা। আমরা চালকদেরকে নিয়ম মেনে গাড়ি পার্কিংয়ের আহবান করছি। অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে সিটি করপোরেশন।

অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ এপ্রিল ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.