আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ওসির বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের করা মামলার তদন্তে পিবিআই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ২০:৪৪:৫১

সিলেটভিউ ডেস্ক :: সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। দায়ের হওয়া মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

নুসরাত জাহান রাফি থানায় অভিযোগ দিতে আসার পর তাকে আপত্তিকর প্রশ্ন করা এবং ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওসির বিরুদ্ধে এই মামলা হয়।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জের চুনারুঘাটের সন্তান ব্যারিস্টার সায়েদুল হক সুমন এ মামলা দায়ের করেন।

পরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসলাম জগলুল হোসেন এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩০ এপ্রিল ডিআইজি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ওসি মোয়াজ্জেম বর্তমানে ফেনী জেলা পুলিশের অস্ত্র শাখায় কর্মরত।

@

শেয়ার করুন

আপনার মতামত দিন