Sylhet View 24 PRINT

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান ভুলার নয়: এডভোকেট শামসুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৬ ১১:২৮:৩৫

সিলেট :: সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, প্রবাসে থেকেও বাংলাদেশীরা এদেশের গরীব অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। দেশের উন্নয়নে তাদের অবদান কখনো ভুলার নয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত জেলা কমিটির কোষাধ্যক্ষ ফয়েজ আহমদের মার্কিন যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টেুরেন্টের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক রোটারিয়ান আসাদুজ্জামানের সভাপতিত্বে ও মহানগরের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, জেলা শাখার সভাপতি রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান, হাকীম ছাদউল্লাহ বাচ্চু, মো. বেলাল উদ্দিন, সাংবাদিক খালেদ মিয়া, সুরঞ্জিত বর্মণ, আব্দুর রহিম তালুকদার, বাদল পুরকায়স্থ, বদরুল আলম, এডভোকেট তারেক আহমদ চৌধুরী, ইউসুফ সেলু, মামুন চৌধুরী, হাজী আনা মিয়া হাজারী, মো. মুহিবুর রহমান, রোকসানা আহমদ, আবু সাঈদ তালুকদার, শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ। সংবর্ধিত অতিথির বক্তব্যে জেলা কমিটির কোষাধ্যক্ষ ফয়েজ আহমদ সকলের দোয়া কামনা করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ এপ্রিল ২০১৯/প্রেবি/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.