আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বকাপে টাইগারদের দলে একমাত্র সিলেটী রাহী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৬ ১৩:৪৭:০৭

নিজস্ব প্রতিবেদক :: ২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের জন্য ১৫ জনের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণা করেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

১৫ জনের এই স্কোয়াডে একমাত্র সিলেটী হিসেবে দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার আবু জায়েদ রাহী।

আর এরই মধ্য দিয়ে প্রথমবারের মত বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডে স্থান পেয়েছেন রাহী।

আবু জায়েদ রাহীর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়। রাহী সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী।
বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ায় রাহীকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।
বিশ্বকাপ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।
 
সিলেটভিউ২৪ডটকম/১৬ এপ্রিল ২০১৯/ডিজেএস/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন