আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

রমজানকে সামনে রেখে মাঠে সিলেট চেম্বার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৬ ১৪:২৭:২৯

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার দর স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার দুপুরে বিএসটিআই এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের সহযোগিতায় নগরীর কালিঘাট এলাকায় বাজার মনিটরিং করেন চেম্বার নেতৃবৃন্দ।

মঙ্গলবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কালিঘাট এলাকায় বাজার মনিটরিং করেন তারা। এসময় রমজানে নিত্যপণের বাজার দর না বাড়াতে ব্যবসায়ীদের অনুরোধ জানান তারা। এছাড়া ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে এসময় ব্যবসায়ীদের জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার শিপার আহমদ, বিএসটিআই’র রাকিবুল হাসান রিপন ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ সহ সিলেট চেম্বার নেতৃবৃন্দ এবং কালিঘাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনিটরিংকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামসমূহ, চিনি প্রতিকেজি ৫১ টাকা, আদা প্রতিকেজি ৭২ টাকা, রসুন প্রতিকেজি ৮৫ টাকা, চানা প্রতিকেজি ৭২-৭৫ টাকা, পিয়াজ প্রতিকেজি ১৫-১৮ টাকা, খেজুর প্রতিকেজি ১৩০-১৫০ টাকা, ডাল প্রতিকেজি ৫০-১০০ টাকা, তেল প্রতি লিটার ৮৫-১০২ টাকা।

এছাড়া রমজানে চালের দাম বর্তমান সময় থেকে কমবে বলে আশ্বাস দেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গতবছরের রমজান মাসে প্রথমবরের মত বাজার মনিটরিং শুরু করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

সিলেটভিউ২৪ডটকম/১৬ এপ্রিল ২০১৯/এসএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন