আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জগন্নাথপুরে পাঁচদিন ধরে অন্ধকারে পল্লী বিদ্যুতের গ্রাহকরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৯ ১৯:৪৮:০৩

নিজস্ব প্রতিবেদক,জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটানা ৫ দিন ধরে অন্ধকারে রয়েছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা। যে কারণে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, গত রবিবার সকালে জগন্নাথপুরে কালবৈশাখী ঘূর্ণিঝড়ে শাতধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়। এরপর থেকে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ ব্যাপারে শুক্রবার পল্লী বিদ্যুৎ গ্রাহক মনা মিয়া চৌধুরী, রাজিব চৌধুরী বাবু, ফরুক মিয়া ও নিকেশ বৈদ্যসহ আরো কয়েকজন বলেন, ‘বিদ্যুৎ না থাকায় আমরা দীর্ঘ ৫ দিন ধরে অন্ধকারে রয়েছি। বিশেষ করে শিক্ষার্থীদের লেখাপাড়া ব্যাহত হচ্ছে।’

তারা অভিযোগ করে বলেন, ‘স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরছেন না। যে কারণে আমরা জানতে পারছি না কবে বিদ্যুৎ কবে আসবে, নাকি আসবে না।’

এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার অকিল কুমার সাহা বলেন, ‘জগন্নাথপুরে ২ দিনের ঘুর্ণিঝড়ে ৩৪টি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে লাইনে দ্রুত মেরামত কাজ চলছে। আশা করছি দু-একদিনের লাইন চালু হয়ে যাবে।’

সিলেটভিউ২৪ডটকম/১৯ এপ্রিল ২০১৯/এসএইচএস/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন