আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

ওসমানী হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২০ ১১:২৯:৫৯

নিজস্ব প্রতিবেদক :: চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  লুৎফুজ্জামান বাবরকে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।

ওসমানী হাসপাতালে লুৎফুজ্জামান বাবর মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক আবু নঈম মোহাম্মদের কাছে চিকিৎসা নেন। এখনো তার চিকিৎসা চলছে।

সকালে হাসপাতালে পৌছে হুইল চেয়ারে করে বাবরকে চিকিৎসকের কক্ষে নিয়ে যান কারারক্ষীরা।
এ ব্যপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, কয়েদি হিসেবে নিয়মিত চেকআপের জন্য লুৎফুজ্জামান বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরকে গত বুধবার কিবরিয়া হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহনের জন্য ঢাকা থেকে সিলেট কারাগারে আনা হয়েছিল। কিন্তু বাবর ওইদিনই অসুস্থ হওয়ায় স্বাক্ষ্য গ্রহণ হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৯/এসএ/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন