আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

শাবি টেক ফেস্টে রানার্সআপ হলো মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘এমইউ এডুজেন’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২০ ২২:১৩:১০

সিলেট :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘এলআইসিটি সাস্ট টেক ফেস্ট-২০১৯’ এর হ্যাকাথন প্রতিযোগিতায় ১ম রানার্সআপ হয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির টিম ‘এমইউ এডুজেন’। শিক্ষাবিষয়ক অ্যাপ বানিয়ে এ টিমের সদস্যরা রানার্সআপ হন।

টিমের সদস্য ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শরিফুল হক সানী, নজরুল চৌধুরী, সৌরভ মহিউদ্দিন ও শাফায়েত আহমেদ হৃদয়। প্রতিযোগিতায় ৪০টি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এ টিম রানার্সআপ হয়েছে। রানার্সআপ হয়ে ২৫ হাজার টাকা পুরস্কার পেয়েছে এ টিম। শাবির অধ্যাপক ও শিক্ষাবিদ ড. জাফর ইকবাল তাদের হাতে পুরস্কার তুলে দেন।

তাদের সাফল্যকে অভিনন্দিত করেছেনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

প্রসঙ্গত, শুক্র ও শনিবার শাবিতে এলআইসিটি টেক ফেস্ট অনুষ্ঠিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন