আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে জয়বাংলা-ইয়ং বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্তদের সাথে মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২০ ২২:৩৯:২৯

সিলেট :: জয়বাংলা-ইয়ং বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্তদের সঙ্গে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সিলেটের মতবিনিময় ও বৈঠকি আড্ডায় বক্তারা বলেছেন, বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে, পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সেই ইতিহাস পৌঁছে দিতে হবে। মুক্তিযোদ্ধের প্রকৃত ইতিহাস মানুষকে জানাতে হবে।

শনিবার সন্ধ্যায় নগরের চৌহাট্টাস্থ মানরু শপিং সেন্টারের সিলনেটের সেমিনার কক্ষে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠনের সঙ্গে বৈঠকী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সিলেটের আহবায়ক ডা. নাজরা চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এনামুল মুনীরের সঞ্চালনায় ইয়ুথ অ্যাওয়ার্ড জয়ী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন ‘ইনোভেটর’ এর প্রতিষ্ঠাতা সদস্য ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, নাট্যজন আনোয়ার হোসেন রনি, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সিলেটের যুগ্ম আহবায়ক আশফাক রহমান, সুজিত শ্যাম জন, ধ্রুব জ্যোতি দে প্রমুখ।

বৈঠকী আড্ডায় বক্তব্য দেন শ্রুতি সিলেটের সুকান্ত গুপ্ত, ইয়াসমিন আক্তার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার কাসমির রেজা, সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গণি হিমন, ইনোভেটর সিলেটের জান্নাতুল ফেরদৌস তারিন, ইচ্ছে পূরণের জান্নাতুল রেশমা, থিয়েটার মুরারিচাঁদের হাসান আল মাসুম, আসাদুজ্জামান আসাদ, ফাহমিদা এলাহী, ইয়াকুব আলী, কাকতাড়ুয়া সিলেটের তানভীর চৌধুরী পিয়েল, এনায়েতুর রহমান চৌধুরী মাহির, উত্তম কাব্য, ইয়ং বাংলা সিলেটের করডিনেটর সোহান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী আয়শা রুনা, নান্দিক নাট্যদলের অদিতি দাস, শাকিল আহমদ সোহাগ, রাজীব দাশ প্রমুখ।

আড্ডায় বক্তারা বলেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভ‚মিকা রাখতে হবে। মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে। গড়ে তুলতে হবে সমৃদ্ধির বাংলাদেশ। সন্ত্রাস, যৌন হয়রানিসহ সকল পিছিয়ে রাখা অসঙ্গতিগুলো সমাজ থেকে চিরতরে মুছে দিতে হবে।’ সেক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা।

পরে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সিলেটের পক্ষ থেকে উপস্থিত সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৯/প্রেবি/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন