আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সুনামগঞ্জে বিদেশী মদ উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২১ ১৩:৪০:৪৭

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের সদর উপজেলা এলাকা থেকে বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-৯। অভিযানকালে ৫৮ বোতল ম্যাক ডুনালস নাম্বার ১ মদ উদ্ধার করা হয়।

রোববার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান জানান, শনিবার সন্ধ্যা ৬টায় র‌্যাব ৯ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা সুনামগঞ্জ সদর উপজেলায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন নৈদার খামার গ্রামস্থ পলাতক আসামী মো. কাজল মিয়ার পশ্চিম ভিটার পূর্ব দোয়ারী বসত ঘর থেকে ৫৮ বোতল ম্যাক ডুনালস নাম্বার ১ উদ্ধার করা হয়।


মাদকদ্রব্য উদ্ধারকালে আসামী কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামী মো. কাজল মিয়া (৩৫)। সে সুনামগঞ্জ সদর উপজেলার নৈদান খামার এলাকার মো. সিদ্দিক মিয়ার ছেলে।


উল্লেখ্য, পলাতক আসামী আইন শৃঙ্খলা বাহিনীর অন্তড়ালে দীর্ঘদিন যাবত আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ তথা ম্যাক ডুনালস নাম্বার ১সহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে।


অভিযানে উদ্ধারকৃত আলামত সুনামগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২১ এপ্রিল ২০১৯/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন