আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মানিকপীর কবরস্থানে হবে অত্যাধুনিক মরচুয়ারী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২১ ১৪:০৭:৪১

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে লাশ সংরক্ষণে রাখার জন্য অত্যাধুনিক মরচুয়ারী স্থাপন করার কথা জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়াও লাশ গোসলের জন্য মহিলাদের গোসল খানা ও পুরুষদের গোসল খানা আলাদাভাবে তৈরী করা হবে।

পবিত্র রমজান ও শবে বরাত উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন বৃহৎ এই কবরস্থানের যাবতীয় রক্ষনাবেক্ষন ও উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মেয়র।

মেয়র আরো বলেন- এই কবরস্থানে সিলেটের অসংখ্য খ্যাতিমানরা শায়িত আছেন। সিলেটের অনেক বিখ্যাত মানুষের শেষ ঠিকানা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এটি সকলের কাছে গুরুত্বপূর্ণ স্থান। তাই সিসিক কর্তৃপক্ষও কবরস্থানটির আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২১ এপ্রিল ২০১৯/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন