আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরুর জন্য সিলেটবাসীর আহবান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২১ ১৫:৩৭:৪৬

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখতে জেলা হাসপাতালের নির্মাণ কাজ অবিলম্বে শুরু করার জন্য সিলেটের সচেতন মহল, রাজনীতিবিদ, স্থানীয় জনপ্রতিনিধি নেতৃবৃন্দরা দাবি জানান।

রবিবার দুপুরে সিলেট জেলা হাসপাতালের নির্ধারিত জায়গা নির্মাণ কাজ শুরু করার দাবিতে উক্ত পরিদর্শনকালে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও পেশাজীবী সংগঠন এবং সচেতনমহলের নেতৃবৃন্দরা এ দাবি জানান।

এসময় নেতৃবৃন্দরা বলেন, আমাদের সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দিয়েছেন চিকিসা সেবা প্রদানে জেলা হাসপাতাল তাই যেকোন অপশক্তিকে প্রতিহত করতে আমরা দলমত নির্বিশেষে সকলে মিলে এদেরকে প্রতিহত করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিলেটের কৃতিসন্তান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন’র উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সিলেটের সকল মহলের জনগণের সহযোগীতা একান্ত প্রয়োজন। এতে করে সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা পাবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল খালিক, সিলেট সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এ লায়েক, ১১নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সালাউদ্দিন বক্স সালাই, আব্দুর রব হাজারী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ রায়হান, মহানগর আওয়ামী লীগ নেতা বেলাল খান, মুরাদ আহমদ মুরন, শামীম আহমদ, ইকবাল হোসেন, মনির আহমদ, মমিনুর রশীদ সুজন, শরীফ আহমদ, আফতবি আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/২১ এপ্রিল ২০১৯/এসএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন