Sylhet View 24 PRINT

বোমা হামলা: সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২১ ১৭:৪২:০৫

ছবি: সংগৃহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক :: শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এবং পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে সিলেটে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনার আলোকে এই সতর্কতা গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা সিলেটভিউকে বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে নজরদারি চলছে।’

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘শবে বরাতে কেউ আতশবাজি করা কিংবা পটকা ফুটাতে পারবে না। এরকম কাজে কাউকে পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ এবং হযরত শাহপরান (রহ.) এর দরগাহসহ সকল মসজিদেও নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে কঠোর অবস্থানে রয়েছে জেলা ও মহানগর পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।

নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-৯ এর সদস্যরাও মাঠে কাজ করছেন বলে জানা গেছে।

সিলেটভিউ২৪ডটকম/২১ এপ্রিল ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.