আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিংয়ের প্রস্তাবনা পেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২১ ১৮:০৪:১৪

সিলেট :: সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি বরাবরে একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে।

এই প্রস্তাবনাটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শুল্ক নীতি ফিরোজ শাহ’র এবং সিলেট কাস্টমস এক্সাইট ও ভ্যাট কমিশনার ডাঃ গোলাম মনিরের নিকট পেশ করা হয়।

সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ’র সাধারণ সম্পাদক মোঃ বশিরুল হক রবিবার ‘কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০১৬-এর কিছু সংযোজন-বিয়োজন’ শীর্ষক প্রস্তাবনাটি দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২০১৯-২০২০ অর্থ বছরের প্রাক বাজেট’র মতবিনিময় সভায় পেশ করেন।

এ সময় তিনি সিলেটের ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি ও তামাবিল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন কাজ শিগগিরই শুরুর দাবি জানান।


সিলেটভিউ২৪ডটকম/২১ এপ্রিল ২০১৯/এসজি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন