Sylhet View 24 PRINT

সিলেটে হাইরাইজ বিল্ডিংয়ে ‘হাই ঝুঁকি’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২২ ০০:১৪:১৯

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ‘বিল্ডিং কোড’র সকল নিয়ম মেনে গড়ে ওঠেনি কোন ‘হাইরাইজ বিল্ডিং’। ভবন তৈরির আগে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিলেও নির্মাণের সময় তা অনুসরণ করছেন না কেউই। ফলে মহানগরীর প্রায় তিন শতাধিক ‘হাইরাইজ বিল্ডিংয়ের’ সবকটিই ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করছে ফায়ার সার্ভিস। এসব বিল্ডিংয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি ঢাকায় কয়েকটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বিপুল সংখ্যক লোকের প্রাণহানির পর অবশেষে নড়েচড়ে বসেছে সিটি করপোরেশন। ভবন নির্মাণের অনুমতি প্রদানের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নিয়ে যৌথভাবে অভিযানে নামার ঘোষণা দিয়েছে নগরভবন কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সভা করে একটি কমিটি গঠনও করা হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেট অফিসের সহকারী পরিচালক দিনমনি শর্মা সিলেটভিউকে বলেন, ‘বহুতল ভবনের অগ্নিনির্বাপণের জন্য মালিকপক্ষ নিজস্ব কিছু ব্যবস্থা রাখার কথা। ভবন নির্মাণের আগে মালিকরা এসব ব্যবস্থা রাখার প্রতিশ্রুতি দিয়ে ছাড়পত্র নেন। কিন্তু নির্মাণের সময় তারা অগ্নিনির্বাপণের জরুরি ব্যবস্থাগুলো রাখেন না। সিলেটের কোনো বহুতল ভবন ফায়ার সার্ভিসের নিয়ম মেনে নির্মিত হয়নি।’

দিনমনি শর্মা আরও বলেন, ‘বহুতল ভবনের প্রতিটি ফ্লোরে নিজস্ব পানি সরবরাহ, অগ্নিনির্বাপণ যন্ত্র, দুর্যোগকালীন সময়ে বের হওয়ার জন্য বিকল্প সিঁড়ি রাখার নিয়ম থাকলেও সিলেটের কোনো ভবন মালিকই তা অনুসরণ করেননি। নিয়ম মেনে ভবন না করায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে এসব ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ১০-১১ তলা ভবন পর্যন্ত আগুন নির্বাপনের সক্ষমতা রয়েছে সিলেট ফায়ার সার্ভিসের। কিন্তু সরু রাস্তা ও পানি সংকটের কারণে দুর্ঘটনাকালীন সময়ে ফায়ার সাভির্সের উদ্ধার কাজ করতে বেশ বেগ পেতে হবে।

এদিকে, সিটি করপোরেশন সূত্র জানায়, সিলেট নগরীতে সাত তলার উপরে ভবন আছে তিনশতাধিক। সিটি করপোরেশনের নকশা অনুযায়ী নির্মিত হলেও এসব ভবন নির্মাণে অনুসরণ করা হয় হয়নি ফায়ার সার্ভিসের নিয়মনীতি। দুর্যোগ মোকাবেলায়ও রাখা হয়নি কোন ব্যবস্থা। সম্প্রতি ঢাকায় কয়েকটি ভয়াবহ অগ্নিদুর্ঘটনার পর সিলেট সিটি করপোরেশনের উদ্যোগ নগরভবনে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীকে আহ্বায়ক ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জেলা প্রশাসন, মহানগর পুলিশ, ফায়ার সার্ভিস, জালালাবাদ গ্যাস, গণপূর্ত, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের প্রতিনিধিদের। ওই কমিটি শিগগিরই নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামার কথা রয়েছে।

এ ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সিলেটভিউকে বলেন, ‘বিল্ডিং কোডের সকল নিয়ম মেনে অনেকেই ভবন তৈরি করেননি। এসব ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বড় ধরণের ক্ষয়ক্ষতি হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। তাই নগরভবনে সভা করে বিভিন্ন সংস্থার প্রতিনিধি নিয়ে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি শিগগিরই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামবে।’

সিলেটভিউ২৪ডটকম/২২ এপ্রিল ২০১৯/শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.