আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

রাজনগরে নুসরাত হত্যাসহ সকল সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২২ ১৫:১৭:৫২

রাজনগর প্রতিনিধি :: ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মন্ডল ও গাজীপুরের মণিকা গোমেজের হত্যার প্রতিবাদে রাজনগরে মানববন্ধন করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

সোমবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাজনগর সরকারি কলেজ পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেতকী রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে ও টিংকু পুরকায়স্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিত দেব, দিগন্ত দেব ভাষ্কর, সাংবাদিক শংকর দুলাল দেব, কানাই দেব, ডা. প্রেমতোষ দেব, বিশ্বজিৎ দেব, শ্রীপদ বৈদ্য, অঞ্জন দেব, রানাপদ দেবরায়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাংবাদিক ফরহাদ হোসেন, সঞ্জয় দুলাল দেব, অনুপম দাশ, রূপক চক্রবর্তী, রিপন চক্রবর্তী, সুমন নন্দী, দীনবন্ধু চন্দ, নিতাই দেব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ বেড়ে চলেছে। এ ধরণের ঘটনায় নারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই নুসরাত জাহান রাফি, মনিকা গোমেজ, সেতু মন্ডলের হত্যার বিচারসহ হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান।


সিলেটভিউ২৪ডটকম/২২ এপ্রিল ২০১৯/এআরএস/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন