আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নুসরাত হত্যার বিচারের দাবিতে দিরাইয়ে পূজা পরিষদের মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২২ ১৮:৪৭:১৬

দিরাই প্রতিনিধি :: ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে দিরাইয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি দিরাই উপজেলা শাখা।

সোমবার বেলা ২টায় দিরাই বাজারস্থ শ্রীশ্রী জগনাথ জিয়াউর মন্দিরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্মম ঘটনায় যারা জড়িত, সে সব ব্যক্তিদের ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাতে সমাজে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস করবে না। এসব অপরাধের বিচার হলে অপরাধপ্রবণতা কমে আসবে।

এসময় দিরাই উপজেলা শাখা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি শিক্ষক স্বাধীন কুমার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কমিটির সভাপতি সুরঞ্জন রায়, সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য কানু রায়, উজান বাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহিনী কান্ত দাস, হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেশ চন্দ্র রায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল রায়, দিগেন্দ্র দেব নাথ, আশীষ রায়, যশরাজ তালুকদার, রাজু রায়, শাওন নাগ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/২২ এপ্রিল ২০১৯/এইচপি/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন