আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সিলেট পূজা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২২ ১৯:০১:৩৪

সিলেট :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৪৮ বছর অতিক্রম হয়েছে। এখনও নারী নির্যাতন, ধর্ষণ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হচ্ছে। আমরা ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই।

মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ ও হত্যার শাস্তির জোরালো দাবি জানিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তারা।

সোমবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দের সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এবং জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষের যৌথ পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদ এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা ও জেলা নেতা সুব্রত চক্রবর্তী জুয়েল, শাবিপ্রবি ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ও পূজা পরিষদের উপদেষ্টা ড. হিমাদ্রি শেখর রায়, জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, মহানগর পূজা পরিষদ সভাপতি সুব্রত দেব, খ্রীষ্টান নেতা ডিকন নিঝুম সাংমা, দানেশ সাংমা, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, দক্ষিণ সুরমা উপজেলা পূজা পরিষদ সভাপতি মন মোহন দেবনাথ, মহানগর পূজা উদযাপন পরিষদ যুগ্ম সম্পাদক চন্দন দাস, সাংস্কৃতিক সম্পাদক সুসান্ত গুপ্ত, সদর উপজেলা পূজা পরিষদ সাধারণ সম্পাদক রাজু গোয়ালা।

মানববন্ধন কর্মসূচীতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও মহানগর পূজা পরিষদের উপদেষ্টা এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহযোগি সম্পাদক মলয় পুরকায়স্থ, তপন মিত্র, জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক অরুণ দেবনাথ সাগর, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি নিলেন্দু ভূষণ দে অনুপ, ছাত্রযুব ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি ধনঞ্জয় দাস ধনু, মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক মনোজ কান্তি দত্ত মুন্না, সাংগঠনিক সম্পাদক নিখিল দে, পূজা পরিষদ নেতা এড. নিতু কান্ত দাস, মানিক লাল দে, জিডি রুমু, বাবুল দেব, লিটন পাল, বিজয় ভূষণ ধর, রণচন্দ্র দেব, রাজিব কুমার দে, অরুণ কুমার বিশ্বাস, সনৎ দেবনাথ, সুমন বনিক, উত্তম ঘোষ, ভৈরব দেবনাথ, সজীব দত্ত, রাজ কুমার পাল, লিটন কর, জিতেন সবর, বিনেশ কর দুলু, অভিজিৎ সেন, বিজয় কর্মকার, শংকর চক্রবর্তী, বিপ্লব কর্মকার, কিংশুক বিশ্বাস শুভ, রমাংশু চক্রবর্তী সুমন, শিমুল চক্রবর্তী, কেশন সেন, পাত্র প্রতিম মিত্র আবু, টিটু ঘোষ প্রমুখ।

মানববন্ধনে শ্রীলংকায় ইস্টার সানডে অনুষ্ঠানে ও অন্যান্য স্থানে সন্ত্রাসীদের বোমা হামলার তীব্র নিন্দা জানান। নিহতদের আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানিয়ে আহতদের সুস্থতা কামনা করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২২ এপ্রিল ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন