আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

দেখা হলেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতো জায়ান: পলক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৩ ০০:১১:৪৭

দিরাই প্রতিনিধি :: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি সুনামগঞ্জের দিরাইয়ের জমিদার বাড়ির সন্তান জায়ান চৌধুরী শ্রীলঙ্কায় হোটেলে ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েচে। এ ঘটনার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,- ‘আদুরে জায়ান দেখা হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দাদু’ বলে জড়িয়ে ধরত! মহান আল্লাহ তাকে বেহেশত দান করুন। আমিন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম। কলম্বোর একটি পাঁচতারকা হোটেলে দুই ছেলে ও স্বামীকে নিয়ে ছিলেন শেখ সেলিম এমপির মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া। সেখানেই এই নৃশংস ঘটনা ঘটে। এতে জায়ান মারা যায়।

এতে শেখ সেলিমের জামাতা দিরাই উপজেলার ভাটিপাড়া জমিদার বাড়ির মশিউল হক চৌধুরী আহত হয়েছেন। তিনি কলম্বোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, রবিবার সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে একের পর এক বোমা হামলা হয়। এরপর আরও দুটি স্থানে একই রকমের হামলা হয়। এসব হামলায় জায়ানসহ আর ২৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৩ এপ্রিল ২০১৯/এইচপি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন