আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২৬ ২২:১০:৫৭

সিলেট :: সিলেট নগরীর ঐতিহ্যবাহী রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২০১৯ উপলক্ষে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আফসার আজিজকে আহবায়ক, অমলেন্দু রায় মুন্নাকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো. ইফতেখার হোসেন মনি, পিযুষ কান্তি দে, বিক্রম কর সম্রাট, তারেক আহমদ চৌধুরী, সাদেক আহমদ মুসা ও মো. আব্দুল হক, সদস্য ঝর্না রায়, সুমান ভট্টাচার্য, মো. আব্দুল মান্নান মুন্না, আলাউদ্দিন আহমদ, তনু বিশ্বাস, প্রবাল চৌধুরী পুজন, সজল দাস অনিক। 

রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র অনুষ্ঠান উদ্যোক্তা অমলেন্দু রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র মো. ইফতেখার হোসেন মনি, সাদেক আহমদ, মুসা (রজু), তারেক আহমদ চৌধুরী, দিবেন্দু কুমার সেন, প্রবাল চৌধুরী পুজন, তপু বিশ্বাস, আলাউদ্দিন আহমদ, সুমন ভট্টাচার্য্য, সজল দাস অনিকসহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২৬ এপ্রিল ২০১৯/পিবিও/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন