আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ফাইনালে থামতে হলো কাউন্সিলর আজাদকে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৩ ১৮:৩০:২২

নিজস্ব প্রতিবেদক :: অবশেষে জয়রথ থামলো সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের। ‘৪২তম ইউ.এ.ই ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র শিরোপায় হাত রাখা হলো না তার।

কাউন্সিলর আজাদ ও ভারতের শ্রীকান্ত জুটি বেঁধে টুর্নামেন্টজুড়ে যে দাপট দেখিয়ে ছিলেন তার ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ফাইনালে। সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ২-১ সেটে তাদেরকে হার মানতে হয়েছে ভারতের মোহাম্মদ শাহনেভাস ও আবিদ আলী জুটির কাছে।

টুর্নামেন্টের ভেটারন্স ইভেন্টে রানারআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদেরকে।

বৃহস্পতিবার রাত ৯টায় টুর্নামেন্টের ভেটারন্স ইভেন্টের ফাইনালে কাউন্সিলর আজাদ জুটি মুখোমুখি হন ভারতের শক্তিশালী শাহনেভাস-আবিজ জুটির।

২১-১৭ পয়েন্টে প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আজাদ জুটি। একই ব্যবধানে দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান তারা। কিন্তু ৩য় সেটে ২১-১২ পয়েন্টে হার মানতে হয় তাদেরকে। ফলে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আজাদ-শ্রীকান্ত জুটিকে।

 এদিকে, টুর্নামেন্টের মাস্টারস ডাবলসের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন রাসেল কবির সুমন ও বকসি জুটি।

সিলেটভিউ২৪ডটকম/ ০৩ মে ২০১৯/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন