আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে তিন রেস্টুরেন্টকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৪ ১৭:১৬:৫৪

নিজস্ব প্রতিবেদক :: নোংরা, অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশনের জন্য সিলেটের ৩টি রেস্টুরেন্টকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া। প্রায় দেড়ঘন্টা চলে এ অভিযান।

এসময় নগরের লালবাজারের সাদিয়া রেস্টুরেন্টকে ৩০ হাজার, সিটি হাট রেস্টুরেন্টকে ৩০ হাজার ও পড়শী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, নোংরা, অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশনের ৩টি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



সিলেটভিউ২৪ডটকম/১৪ মে ২০১৯/এএইচ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন