আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা সন্তানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৫ ১৬:৪০:২১

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা সন্তানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর ১২টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধা মো. রফিক মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান শওকত আহমেদ, সাংবাদিক ও কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সকল সদস্যরা উপস্থিত থেকে একাত্বতা প্রকাশ করেন।

জানা যায়, গত ৫ মে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মৃত মসলন মিয়ার ছেলে মোতাহার হোসেন রাজনের উপর সন্ত্রাসী হামলা হয়। এর উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধনের আয়োজন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০১৯/এমআইএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন