Sylhet View 24 PRINT

বাদাঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড়লাখ টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৫ ১৬:৪৩:২৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরতলীর বাদাঘাটে অভিযান চালিয়ে দেড়লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুর ২টায় নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট  শাহিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় মেসার্স পূবালী ট্রের্ডাসকে নগদ ১ লাখ টাকা ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫, সংশোধিত ২০১০) লঙ্গনের অপরাধে ইউরো বাংলা সিরামিক লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা আদায়  করা হয়।

অভিযানের সময় নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট জানান, বৈধ অনুমোদন না থাকায় জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ সংরক্ষনে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ মে ২০১৯/এমএইচআর/এক

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.