Sylhet View 24 PRINT

হাওরে বৈশাখে ধান ক্রয়ের ব্যাপারে মন্ত্রনালয় ভাবতে পারে: বিভাগীয় কমিশনার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৫ ১৮:০৪:২২

সুনামগঞ্জ প্রতিনিধি :: বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, হাওর অঞ্চলে প্রান্তিক চাষীদের কথা চিন্তা করে বৈশাখ মাসে সরকারি ভাবে ধান ক্রয়ের ব্যাপারে মন্ত্রনালয় ভাবতে পারে। এতে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য পাবেন। এ বিষয়টি গুরুত্ব সহকারে প্রস্তাবনা আকারে বিভাগীয় সভায় তুলে ধরবো।

বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সম্মেলন কক্ষে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমীন নাহার রুনার সঞ্চালনায় কমিশনার বলেন, সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করার চিন্তা করছে। স্থানীয় সরকার প্রক্রিয়াকে গতিশীল করতে নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনা সরকারের আমার গ্রাম আমার শহর এই শ্লোগান তখনই বাস্তবায়ন হবে যখন শহরের যেই সার্ভিস পাওয়া যায় তা যদি গ্রাম ব্যবস্থায় স্থাপন করা যায়। জীবন যাত্রার মানউন্নয়নে সংখ্যা বা পরিমাণের দিক দিয়ে নয় মানের দিকে গুরুত্ব দিতে হবে।

বিভাগীয় কমিশনার আরো বলেন, গত ১০ বছরে যা চিন্তা করা যায়নি তা এই সরকার করে দেখিয়েছে। পরিবর্তন শুরু হয়েছে। আমরা উন্নয়ন করেছি। ২০৪১ সালে বাংলাদেশ মধ্য আয়ের দেশে উন্নীত হবে। এখন শুধু এই উন্নয়ন যাত্রায় আপনি অংশ নিচ্ছেন কিনা তা চিন্তা করতে হবে। ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে উন্নয়ন পক্রিয়ায় ডুকার মানসিকতা তৈরী করতে হবে। উন্নয়ন যাত্রার সুফল ভোগ করতে হলে সমাজের সকল ব্যধির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এতে সিভিল সোসাইটির লোকদের ভূমিকা অগ্রণ্য।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিউল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, হাওর বাঁচাও  সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, চেম্বার অব কমার্সের সহ সভাপতি আমিনুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাবের সভাপতি মো. একলাছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ্বাস, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমিত্র চক্রবর্তী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মানিক মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রউফ, পিডিবির সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ সরকার, সাংবাদিক আকরাম উদ্দিন প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০১৯/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.