আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

ইটালি নৌ ট্রাজিডি: সিলেটে এডুকেশন কনসালটেন্সিতে অভিযানে এসএএফইএসের উদ্বেগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৫ ২২:১৫:২৫

সিলেট :: ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার সমুদ্রে নৌডুবিতে বিপুলসংখ্যক বাংলাদেশী নাগরিকের প্রাণহানীর প্রেক্ষিতে সিলেটে অবৈধ ট্রাভেল অ্যাজেন্সিগুলোর বিরুদ্ধে প্রশাসন অভিযান চালাচ্ছে।

এসময় ট্রাভেল এজেন্সিগুলোর পাশাপাশি এডুকেশন কনসালটেন্সিগুলোতেও অভিযান চালানো হচ্ছে এবং নিরপরাধ অনেক প্রতিষ্ঠানকে হয়রানি ও আর্থিক জরিমানা করা হচ্ছে।

এর প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে সিলেট অ্যাসোসিয়েশন অব ফরেন এডুকেশন সার্ভিসেস (এসএএফইএস)। বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এরকম অনিভিপ্রেত অভিযানে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তা বন্ধের আহবান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন- গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে, লিবিয়া ও তিউনিশিয়ায়র উপকূলবর্তী সাগরে মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে সিলেটের বিভিন্ন ফরেন এডুকেশন কনসালটেন্সিতে প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। এতে অনেক নিরপরাধ প্রতিষ্ঠান নানারকম হয়রানি, জেল ও জরিমানার শিকার হচ্ছেন।

মূলত মানব পাচারকারী কর্তৃক সংগঠিত দুর্ঘটনার দায়ভার স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানের উপর চাপানো হচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়। কারণ, আমরা মানব পাচার করি না, বরং শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে পরামর্শ সেবা দিয়ে থাকি।

তাই আমরা আশা করবো, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন প্রকৃত মানব পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বিবৃতিতে তারা নিরপরাধ ব্যবসায়ীদের অহেতুক হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহবান জানান।

বিবৃতিদাতারা হলেন- কমিটির আহবায়ক মো. আতিকুর রেজা চৌধুরী, কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল স্বপন লাল বৈদ্য, ফেরদৌস আলম, মোহাম্মদ আলী হোসেন, মাহবুব আলম লস্কর, মোহাম্মদ জাকির আলী, মোহাম্মদ আব্দুল হাফিজ।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ মে ২০১৯/প্রেবি/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন