আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

মাইক্রোবাস চালকদের দাবি মেনে নিলেন মেয়র আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৫ ২২:৫১:১৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর চৌহাট্টা থেকে শাহজালাল (রহ.) মাজার গেইট এলাকা পর্যন্ত সড়কের মধ্যেই অবৈধভাবে মাইক্রোবাস স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। বিভিন্ন সময় এসব অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন মিলে অভিযান চালিয়েও স্থায়ী সুফল পায়নি। সর্বশেষ গতকাল মঙ্গলবার অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান চালান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

ওই অভিযানে সাময়িকভাবে মাইক্রোবাস চালকরা গাড়ি নিয়ে সরে যায়। তবে আজ বুধবার ফের তারা সড়ক দখল করে অবৈধ স্ট্যান্ড বসায় ওই এলাকায়। বিষয়টি অবগত হয়ে আজ দুপুরে ফের অভিযানে যান মেয়র আরিফ।

এ সময় মাইক্রোবাস চালকরা আগামী ঈদ-উল-ফিতর পর্যন্ত চৌহাট্টা-আম্বরখানা সড়কে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অল্প সংখ্যক মাইক্রোবাস রাখার অনুমতি চায়। চালকদের সাথে দীর্ঘ সময় কথা বলেন মেয়র আরিফ।

শেষ পর্যন্ত আগামী ঈদ পর্যন্ত ওই স্থানে ১০টি মাইক্রোবাস রাখার অনুমতি দেন মেয়র।

মেয়র আরিফ জানিয়েছেন, মানবিক দিক বিবেচনা করে তাদেরকে ঈদ পর্যন্ত সীমিত সংখ্যক মাইক্রোবাস রাখার অনুমতি দেয়া হয়েছে। ঈদের পরে কেউ সড়কে অবৈধভাবে গাড়ি স্ট্যান্ড বানাতে পারবে না। এক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৫ মে ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন