আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাথে 'পাঠশালা'র চুক্তি সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৬ ১৭:৪৬:১৪

সিলেট :: সিলেটের সুপরিচিত বিদ্যাপিঠ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (১৫ মে) বুধবার ‌'পাঠশালা' এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠানে ডিজিটাল কার্যক্রমের যাত্রা শুরু করে।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সিলেটের আইটি ভিত্তিক প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের সাথে এই চুক্তিটি সম্পাদিত হয়।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষে অধ্যক্ষ লে. কর্নেল মো. শাখাওয়াত হোসেন এএফডব্লিউসি, পিএসসি এবং আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের পক্ষে পরিচালক বিজন কৃষ্ণ চক্রবর্তীর স্বাক্ষরে এ চুক্তিটি সম্পাদিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. আরিফ সেলিম রেজা, আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জাফর আহমেদ ও একাউন্টস ইনচার্জ শুভ রায়।

পাঠশালা প্রকল্পটি আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন সংক্রান্ত একটি প্রকল্প যার মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠান তার দাপ্তরিক সকল কর্মকান্ড তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পরিচালনা করতে পারে।

ইতিমধ্যে অন্তত দুইশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান তাদের সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছেন।

'পাঠশালা' এর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সকল কর্মকান্ড আরোও ত্বরান্নিত হবে বলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আশাবাদ ব্যক্ত করেন।


সিলেটভিউ২৪ডটকম/১৬ মে ২০১৯/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন