আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বড়লেখার কাঠালতলীতে পাঁচ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৭ ০০:০৫:৪১

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে এই অভিযান হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি এবং ওজনে কম দেওয়ায় অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় কাঠালতলী বাজারের সোনার বাংলা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, মাখন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, ফরিদপুর মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, আজমেরী মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা, মারুফ এন্ড মুন্না ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।


সিলেটভিউ২৪ডটকম/১৭ মে ২০১৯/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন