Sylhet View 24 PRINT

সিলেটের মানুষের ঋণ ১০ হাজার কোটি টাকা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৭ ০০:১১:৩৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট অঞ্চলের মানুষের ঋণ ১০ হাজার কোটি টাকা। বিভিন্ন ব্যাংকে এই ঋণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। ব্যাংকগুলোর আমানত ও ঋণের পরিমাণ নিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনের তথ্যানুসারে, দেশের আটটি বিভাগের মধ্যে ঋণের পরিমাণের দিক দিয়ে সিলেট বিভাগ আছে সপ্তম স্থানে। এ বিভাগে বিভিন্ন ব্যাংক থেকে মোট ঋণ বিতরণের পরিমাণ ১০ হাজার কোটি টাকা।

ঋণ বিতরণের দিক দিয়ে ঢাকা বিভাগ আছে প্রথম স্থানে। এ বিভাগে ঋণের পরিমাণ ৫ লাখ ৭৯ হাজার কোটি টাকা। এরপরের স্থানগুলোতে থাকা চট্টগ্রামে ঋণের পরিমাণ ১ লাখ ৬১ হাজার কোটি টাকা, খুলনায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা, রাজশাহীতে প্রায় ৩৩ হাজার কোটি, রংপুরে ২০ হাজার কোটি, ময়মনসিংহে ১২ হাজার কোটি ও বরিশালে ঋণের পরিমাণ ৯ হাজার কোটি টাকা।

এদিকে, মাথাপিছু ঋণের পরিমাণের দিক দিয়ে দেশের বিভাগগুলোর মধ্যে একেবারে শেষের স্থানে আছে সিলেট। এ বিভাগে মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ৯ হাজার টাকা।

মাথাপিছু ঋণের পরিমাণের দিক দিয়েও শীর্ষে আছে ঢাকা। এ বিভাগে মানুষের মাথাপিছু ঋণ প্রায় ১ লাখ ৩৯ হাজার টাকা। চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার টাকা, খুলনায় ১৯ হাজার টাকা, রাজশাহীতে ১৫ হাজার টাকা, রংপুরে ১১ হাজার টাকা, ময়মনসিংহে ১০ হাজার টাকা ও বরিশালে প্রায় ১০ হাজার টাকা মাথাপিছু ঋণ রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিলেট বিভাগে বিভিন্ন ব্যাংকে গ্রাহকের আমানত হিসেবে ৪২ হাজার কোটি টাকা জমা আছে। এ বিভাগের মানুষের মাথাপিছু আমানত প্রায় ৩৭ হাজার টাকা।

সিলেটভিউ২৪ডটকম/১৭ মে ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.