Sylhet View 24 PRINT

মেয়রের বাসায় বিক্ষুব্ধ নারীরা, অত:পর...

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৭ ০১:০০:৫২

নিজস্ব প্রতিবেদক :: পানির দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় গেছেন ১৯নং ওয়ার্ডের খারপাড়া বিক্ষুব্ধ একদল নারী। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কলস নিয়ে তারা মেয়রের বাসায় যান এবং রমজান মাসে পানির সমস্যার সমাধান চান। এসময় মেয়রের আশ্বাসে নিজেদের বাসায় ফিরে যান তারা।

এ ঘটনার পর সিটি কর্পোরেশনের পানি শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মিরাবাজার খারপাড়া এলাকা পরিদর্শনে যান মেয়র আরিফ।

পরিদর্শন শেষে মেয়র আরিফ বলেন- মিরাবাজার খারপাড়া এলাকায় পানির কোন সমস্যা নেই। সবকিছু ঠিক আছে। কিন্তু ৮-১০ তলা কয়েকটি ভবনের মানুষ মটরের সাহায্যে সব পানি টেনে নিয়ে যান। ফলে সাধারণ গ্রাহকরা পানির জন্য সমস্যায় পরেন।

তিনি বলেন- দুই সপ্তাহ আগে তিনি এমন অভিযোগ পেয়েছেন। পবিত্র রমজান মাসে তাকে বেকায়দায় ফেলতে একটি মহল ইচ্ছাকৃতভাবে এই সমস্যা তৈরী করছে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ মে ২০১৯/শাদিআচৌ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.