আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

বন ও পরিবেশের ক্ষতি করবেন না: পরিবেশ মন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৯ ০০:৫১:১৫

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বনাঞ্চলের একটি গাছও কাটবেন না। কেউ বনের ক্ষতি করবেন না। পরিবেশের ক্ষতি করবেন না। আপনারা আইন মেনে চলবেন। পরিবেশ যাতে রক্ষা পায়, সবাই সেই সহযোগিতা করবেন।

মন্ত্রী শনিবার (১৮ মে) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৯০ লাখ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট ভবনের কাজ বাস্তবায়ন করবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেহিন সিদ্দিকী।

শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিনুল হক, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন।

 
সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৯/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন