আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় প্রাথমিক বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৯ ০০:৫৪:০৯

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, এখন নৈতিক শিক্ষার অবনতি ঘটেছে। নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। আপনারা (শিক্ষকরা) শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের বাইরেও নৈতিক শিক্ষা প্রদান করবেন।

মন্ত্রী শনিবার (১৮ মে) বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. শামীম আল ইমরান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।

এতে বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা প্রমুখ।

অনুষ্ঠানে ৬৭টি বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর এবং ১১০টি বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে।

 
সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৯/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন