আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় বিদ্যুৎ পেল ৩১২ পরিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৯ ০০:৫৭:১০

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল ও ছোটলেখা চা-বাগানের ৩১২টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ মে) বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এই বিদ্যুতায়নে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ১২ হাজার টাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. শামীম আল ইমরান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।

এতে বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সুজিত কুমার বিশ্বাস প্রমুখ।

 
সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৯/এজেএল/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন