আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়ার বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৯ ১৩:০৪:২৮

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন হয়েছে। মোট ৩৮ জন কাউন্সিলরের গোপন ব্যালটের মাধ্যমে মো. আনার উদ্দিন সভাপতি, আব্দুল মোক্তাদির মোক্তার সাধারণ সম্পাদক ও আব্দুল হাকিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।


শনিবার সকাল ১১টা থেকে কাউন্সিলের প্রথম পর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট এএনএম আবেদ রাজা।


বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ছয়ফুজ্জামান চৌধুরী ছফুর সভাপতিত্বে এবং কুলাউড়া উপেজেলা ছাত্রদলের সহসভাপতি শাকির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, কুলাউড়া পৌর প্যানেল মেয়র বিএনপি নেতা জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিএনপি নেতা বদরুজ্জামান সজল, জেলা বিএনপির সদস্য রেদওয়ান খান, এম এ মজিদ, বিএনপি নেতা আশরাফ আহমদ চৌধুরী, জয়নুল ইসলাম জুনেদ, রফিক আহমদ ফাতু, জয়নাল আবেদীন খান, ময়নুল হক বকুল, বদরুল হোসেন খান, বরমচাল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ, তারেক আহমদ মধু, ফুলেরতলবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা হেলাল খান, ভূকশিমইল বিএনপির সভাপতি ডা. তারু খান, উপজেলা বিএনপি নেতা আবু সফিয়ান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত সবুজ, বরমচাল ছাত্রদল নেতা আশরাফ হোসেন খান ওয়াসিম, সুমেল আহমদ প্রমুখ।


কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৩৮ জন। সভাপতি পদে হাজী আনার উদ্দিন ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ইছহাক চৌধুরী ইমরান পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল মোক্তাদির মুক্তার ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সাখাওয়াত খান পেয়েছেন ৪ ভোট ও তোফায়ল হোসেন খাঁন জমসেদ পেয়েছেন ৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল হাকিম ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুল জহুর ডেন পেয়েছেন ১২ ভোট এবং মো. কামাল হোসেন পেয়েছেন ৭ ভোট।


সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৯/শাআ/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন