Sylhet View 24 PRINT

ধানের ন্যায্য মূল্যের দাবিতে শাবি শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৯ ১৫:৪৫:০৩

শাবি প্রতিনিধি :: কৃষকদের ধানের ন্যায্য মূল্যের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- সাংস্কৃতিক কর্মী অলক কান্তি বিশ্বাস, রণদা প্রসাদ তালুকদার, শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহ-সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মীর সাব্বির আহমেদ চৌধুরী, আসিফ মিসবাহ, আবরার সালেকিন রাইহান, সাদিয়া আফরিন প্রমুখ।

এসময় সমাবেশ বক্তারা বলেন, চলতি বছরে দেশে প্রয়োজন অতিরিক্ত চাল আমদানি করায় চরম বিপাকে পড়েছে কৃষকেরা। যা দেশে উৎপাদিত ধানের দাম খরচের তুলনায় অনেক কম। ফলে কৃষকদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

বক্তারা আরো বলেন, আমদের দেশ কৃষি প্রধান দেশ। যদি কৃষি কাজ হুমকীর সম্মুখীন হয়  তাহলে দেশ বাঁচবে কিভাবে। এসময় কৃষকদের ধানের মূল্য যতদিন পর্যন্ত বৃদ্ধি করা না হবে ততদিন পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।

এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কৃষকদের পাশে দাঁড়াতে পাঁচ দফা দাবি তলে ধরা হয়।

দাবি গুলো হলো, ধানের ন্যায্যমূল্য দিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম বন্ধ করতে প্রতি ইউনিয়ন হাটে সরকারি কেন্দ্র খুলে সরাসরি ধান ক্রয় করতে হবে, ক্ষতিতে ধান বিক্রয় করা কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, বিনা সুদে কৃষককে কৃষি ঋণ দিতে হবে, দেশে বর্তমানে উৎপাদিত সকল ধান বিক্রির আগ পর্যন্ত কোন ধরনের ধান আমদানি করা যাবে না, প্রয়োজনে সরকার পক্ষ থেকে ধান রপ্তানীর দ্রুত ব্যবস্থা নিতে হবে।



সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৯/প্রেবি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.