আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বালাগঞ্জে ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন স্মরণে শোকসভা ও ইফতার মাহফিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২০ ০১:২৭:৩২

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ :: বালাগঞ্জে দুষ্কৃতকারীদের গুলিতে গত ৩০মার্চ দিবাগত রাতে নিজ বাড়িতে নিহত উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন স্মরণে শোকসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। স্থানীয় মোরারবাজারস্থ আছিয়া কমিউনিটি সেণ্টারে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফতহুল হাসনাত চৌধুরী শিমুল।

শোকসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া বলেন, দৃষ্কৃতকারীদের গুলিতে নিহত শাহাব উদ্দিন বঙ্গবন্ধুর আদর্শের একজন একনিষ্ঠ কর্মী ছিল। তার মৃত্যুতে বালাগঞ্জের আওয়ামী পরিবার একজন সম্ভাবনাময় নেতাকে হারিয়েছে।

তিনি তার হত্যাকা-ের সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ আইনের শাসনে বিশ^াসী তাই, আমরা আশাবাদী প্রকৃত অপরাধীরা শিগগির গ্রেফতার হবে এবং তারা শাস্তি পাবে।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমুজ আহমদ ও উপজেলা যুবলীগ নেতা সুহেল বারীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এমএ মালেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুনেদ মিয়া, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক তারা মিয়া, উপজেলা যুবলীগ নেতা শিরমান উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাজী গুলশের আলী, শাহ আব্দুস ছত্তার, শফিকুর রহমান, ছুরাব আলী, শ্রমিক লীগ নেতা আনহার মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিক মিয়া, দিলওয়ার হোসেন, ফরুক মিয়া, তজমুল আলী, জুয়েল আহমদ, জফুর আলী, মোস্তাক আহমদ মসরুর, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহেদ আলী গেদা, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাক আহমদ, যুবলীগ নেতা রুহুল আমিন, শামীম আহমদ, রুহেল আহমদ, রফু মিয়া, মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ আহমদ, সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা রাফি হোসাইন, সিদ্দিকুর রহমান, মইনুল ইসলাম, মাসুম আহমদ, জসিম আহমদ প্রমুখ।

শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মসরুর।

সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০১৯/জেআরজে/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন