আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে পুলিশের বদান্যতায় পাসপোর্ট-মোবাইল ফেরত পেলেন যুবক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২০ ১৬:৫৭:৫১

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটে পুলিশের বদান্যতায় মো. মিঠন আহমদ নামের এক যুবক নিজের পাসপোর্ট ও মোবাইল ফেরত পেয়েছেন। এসএমপি’র দক্ষিণ সুরমা থানার এএসআই সারওয়ার কবির ওই যুবককে তার পাসপোর্ট ও মোবাইল ফেরত দিয়েছেন।

মো. মিঠন আহমদ সুনামগঞ্জের দিরাইয়ের কাইমা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। বর্তমানে সিলেট মহানগরীর শাহপরান থানাধীন কুশিঘাট এলাকায় বসবাস করছেন তিনি। গত ২৪ এপ্রিল নিজের পাসপোর্ট ও মোবাইল হারিয়ে ফেলেন মিঠন। এরপর শাহপরান থানায় জিডি করে রাখেন তিনি।

দক্ষিণ সুরমা থানার এএসআই সারওয়ার কবির সিলেটভিউকে বলেন, গত ২৭ এপ্রিল জসিম উদ্দিন ওরফে তমিজ উদ্দিন নামের এক যুবককে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করি আমি। তার কাছ থেকে ওই পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়। এগুলো সে কোথায় পেয়েছে, তার সদুত্তর দিতে পারেনি। পরে পাসপোর্ট ও মোবাইলের প্রকৃত মালিককে খুঁজে পেতে ফেসবুকে একটি পোস্ট দেই আমি। ওই পোস্ট দেখে মিঠন আহমদ যথাযথ প্রমাণাদি নিয়ে যোগাযোগ করেন। সেগুলো যাচাই করে গতকাল রবিবার তার পাসপোর্ট ও মোবাইল ফেরত দেয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০১৯/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন