আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে মাছের পোনা অবমুক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২০ ১৬:৫৭:৫৮

সিলেট :: স্থানীয় পর্যায়ে আমিষের চাহিদা পূরণের প্রত্যাশায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার সকালে ইউপি সদস্য ও সদস্যাদের সাথে নিয়ে স্থানীয়দের উপস্থিতিতে এসব পোনা অবমুক্ত করেন ইউপি চেয়ারম্যান মিলন শীল। এতে দেশীয় রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন জাতের ছোট ও বড় মাছের পোনা অবমুক্ত করা হয়।

ইউপি চেয়ারম্যান মিলন শীল বলেন, এই মাছগুলো বড় হলে স্থানীয় বাজারে বিক্রি করা হবে। তিনি আরো জানান, পূর্বে এই পুকুরটি লীজ দেওয়া হতো। ফলে স্থানীয় পর্যায়ে মাছের চাহিদা পূরণ সম্ভব হতো। তাই এখন থেকে পুকুরটিতে ইউনিয়ন পরিষদের তত্বাবধানে মাছের আবাদ করা হবে।

এতে স্থানীয় পর্যায়ে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে দেশীয় মাছের যোগানও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/ ২০ মে ২০১৯/প্রেবি/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন