আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে ফিজা ও রসমেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২০ ২০:৫২:২১

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় খাদ্যেভেজালবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পণ্যের মূল্য বেশি রাখায় প্রতিষ্ঠান দুটি থেকে জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার বিকেল ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে খাদ্য উৎপাদনকারী ফিজা ও রসমেলায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

শিবগঞ্জস্থ ফিজার শো-রুমে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও পণ্যের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার আইনে ৮০০০টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও রসমেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে ৪০০০টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

খাদ্যে ভেজালবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০১৯/এমএইচআর/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন