আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

শ্রীমঙ্গলে বিষাক্ত শঙ্খিনি সাপ উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২১ ১৩:৪০:৫২

শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে ৬ ফুট দৈর্ঘ্যের একটি বিষাক্ত শঙ্খিনি সাপ উদ্ধার করেছে স্থানীয় বণ্যপ্রানী সেবা ফাউণ্ডেশন।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সাপটি উদ্ধার করে বণ্যপ্রানী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসা হয়।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন ভাড়াউড়া শহীদ স্মরণী সংলগ্ন স্থানে কুঁচা দিয়ে মাছ ধরছিলেন। এমন সময় সাপটি তাদের নজরে আসলে রঞ্জু কাহার নামে একজন বণ্যপ্রানী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেবকে মোবাইল ফোনে খবর দেন।

পরে সজল দেব ঘটনাস্থালে পৌঁছে সাপটিকে উদ্ধার করে বণ্যপ্রানী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসেন। সাপটিকে এখন সেবা ফাউণ্ডেশনের একটি খাঁচায় রাখা হয়েছে।

সজল দেব জানান, সুবিধাজনক সময়ে সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হবে।



সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০১৯/এমআইএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন