আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে ‘ইষ্টিকুটুম রেস্টুরেন্ট’ ও ‘মধুবন’কে বড় অঙ্কের জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২১ ১৭:১৬:০০

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইষ্টিকুটুম রেস্টুরেন্ট এবং মধুবন মিষ্টি বিপণীসহ চারটি প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হয়। আজ মঙ্গলবার বেলা আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ অভিযান।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।

জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্য ইষ্টিকুটুম রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং মধুবন মিষ্টি বিপণীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ের বাসমতি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং নোংরা পরিবেশে ইফতারি পরিবেশনের জন্য হাবিব রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অনিয়মের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/২১ মে ২০১৯/এএইচ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন