আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার এখন খাদ্য অধিদফতরের ডিজি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২২ ২১:০৪:৫৭

নিজস্ব প্রতিবেদক :: তিনি সিলেট এসেছিলেন দেশের প্রথম নারী বিভাগীয় কমিশনার হিসাবে। সেটা ২০১৭ সালের জানুয়ারি মাসের কথা। এরপর পদোন্নতি পেয়ে যোগ দিয়েছিলেন কৃষি মন্ত্রণালয়ে।

সম্প্রতি আবারো তার কর্মদক্ষতা ও একনিষ্ঠতার পুরস্কার পেয়েছেন। সরকার তাকে খাদ্য ও পরিবেশ অধিদফতরের ডিজি বা মহাপরিচালক হিসাবে নিয়োগ দিয়েছেন।

তিনি ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। প্রশাসনের একজন দক্ষ ও পরিচ্ছন্ন কর্মকর্তা হিসাবে ইতিমধ্যেই যিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন।

মঙ্গলবার তাকে নতুন নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

২০১৭ সালের ১১ জানুয়ারি দেশের প্রথম নারী বিভাগীয় কমিশনার হিসেবে সিলেটের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

এরপর দীর্ঘ এক বছরের বেশি তিনি সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলজুড়ে ঘুরে বেড়িয়েছেন।

সিলেট থেকে সুনামগঞ্জ, মৌলভীবাজার থেকে হবিগঞ্জের প্রত্যন্ত উপজেলা ও অঞ্চলগুলোতে তিনি তৃণমূল পর্যায়ের মানুষের সুখদুঃখে ছুটে গেছেন অত্যন্ত নির্ভরশীলতার প্রতীক হয়ে।

তার দায়িত্ব পালনকালে কর্মদক্ষতা ও একনিষ্ঠতার মাধ্যমে সিলেটের প্রশাসনসহ সর্বস্তরের মানুষের আস্তা অর্জন করতে পেরেছিলেন ড. নাজমানারা খানুম।

পরে ২০১৮ সালের মাঝামাঝিতে এসে  আবারো তিনি পদোন্নতি লাভ করেন। অতিরিক্ত সচিব হয়ে যোগদেন কৃষি মন্ত্রণালয়ে।

সেখানেও তিনি তার দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করেন।

অবশেষ আরো প্রায় বছরখানেকের মাথায় সরকার আবারো আস্তা রাখলেন তার প্রতি। তাকে নতুন দায়িত্ব দিলেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২২ মে ২০১৯/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন