Sylhet View 24 PRINT

সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৩ ১৩:২৬:৫৫

সিলেট :: সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, খালিদ হোসেনের মৃত্যুতে জাতি একজন বরেণ্য নজরুল সংগীতশিল্পী, গবেষক ও স্বরলিপিকারকে হারালো। একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী খালিদ হোসেন পৃথিবী ছেড়ে চলে যওয়ায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। এই গুণী শিল্পীর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


সিলেটভিউ২৪ডটকম/২৩ মে ২০১৯/প্রেবি/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.