আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে রাবার ড্যাম থেকে বালু উত্তোলন, ড্রেজার পুড়িয়ে ধ্বংস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২৩ ১৬:৪২:৪৫

প্রতিকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে বহরা রাবার ড্যামের (সোনাই নদী) পাশ থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এতে হুমকির মুখে পড়ে রাবার ডেমসহ আশপাশে এলাকা।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ড্রেজার মেশিনটি জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান।

এদিকে, হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ৫২ খাদ্য সামগ্রী ও এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অভিযোগে মাধবপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় নিষিদ্ধ ৫২ খাদ্য সামগ্রী ও এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অপরাধে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা ও হাইকোর্ট নিষিদ্ধ পণ্য সামগ্রী জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান জানান, এ অভিযান অব্যহত থাকবে।



সিলেটভিউ২৪ডটকম/২৩ মে ২০১৯/কেএস/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন